Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অস্ট্রেলিয়া পরিদর্শক দলের বাংলাদেশের চিংড়ি শিল্প পরিদর্শণ
বিস্তারিত

অস্ট্রেলিয়া পরিদর্শক দলের বাংলাদেশের চিংড়ি শিল্প পরিদর্শণ

বাংলাদেশের হিমায়িত মৎস্য পণ্য তথা হিমায়িত চিংড়ির রপ্তাণী বাজারের খুব সামাণ্য অংশ  অস্ট্রেলিয়াতে রপ্তাণী হলেও  সম্ভাবনাময় বাজার হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে চট্টগ্রাম অঞ্চলের ০২ টি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা বিডি সী ফুড লি: ও এ্যাপেক্স সী ফুড লি: অস্ট্রেলিয়াতে হিমায়িত চিংড়ি রপ্তাণী করে। ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন প্রভৃতি দেশ ও অস্ট্রেলিয়াতে হিমায়িত চিংড়ি রপ্তাণী করে। অেস্ট্রলিয়া সরকারের একটি প্রতিনিধি দল তাদের হিমায়িত চিংড়ি আমদানি দেশগুলো পরিদর্শনের আওতায় গত সপ্তাহে০১ সপ্তাহের ভারত সফর শেষে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। গত ১৩.০৫-১৮ থেকে আগামী ১৭.০৫.১৮ তারিখ পর্যন্ত ০৫ দিন বাংলাদেশের হিমায়িত পণ্যের ভ্যালু চেইনের সমস্ত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শণ করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের  সাথে মত বিনিময় করবেন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়  ও মৎস্য অধিদপ্তর বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়ে কর্মসুচীর সপলতার জন্য কাজ করে যাচ্ছে। গতকাল ১৪.০৫-১৮ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়  ও মৎস্য অধিদপ্তরের  কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন, আজ ১৫.০৫-১৮ তারিখে চট্টগ্রাম  মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর ও   বিডি সী ফুড লি: এর চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন শেষে রাতে খুলনা পৌছাবেন। আগামীকাল ১৬.০৫-১৮ তারিখ দাকোপের গাজী ফিস কালচার লি: এর  আধানিবিড় পদ্ধতির চিংড়ি খামার পরিদর্শন শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2018
আর্কাইভ তারিখ
15/05/2018